মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 24, 2025 9:21 PM

printer

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লি বিধানসভায় আজ দু দিনের সর্বভারতীয় স্পিকার সম্মেলনের উদ্বোধন করেছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লি বিধানসভায় আজ দু দিনের সর্বভারতীয় স্পিকার সম্মেলনের উদ্বোধন করেছেন। ভারতের কেন্দ্রীয় আইনসভায় প্রথম নির্বাচিত অধ্যক্ষ ভিটলভাই প্যাটেলের জন্মশতবার্ষিকী উপলক্ষে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।

বিভিন্ন রাজ্যের বিধানসভার অধ্যক্ষ, উপাধ্যক্ষরা এই প্রথমবার একত্রে মিলিত হয়ে নিজেদের অভিজ্ঞতা বিনিময় করবেন। কৃত্রিম বুদ্ধিমত্তাকে বিধানসভা পরিচালনার কাজে কীভাবে ব্যবহার করা যাবে তা নিয়েও কথাবার্তা হবে। সম্মেলনের আরেকটি লক্ষ্য হল, স্বচ্ছতা ও দক্ষতার সঙ্গে কীভাবে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থাকে পরিচালন-করা যায় তা নিয়ে মত বিনিময় করা।

অমিত শাহ বলেন,  স্বাধীনতার পর গণতান্ত্রিক ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার  দায়িত্ব অর্পিত হয়েছিল  সংসদের ওপর। ভিঠলভাই প্যাটেল অত্যন্ত সুচারুভাবে সেই দায়িত্ব পালন করেছিলেন।

 শ্রী শাহ এদিন আইনসভাগুলির মানোন্নয়নের প্রয়োজনীয়তা স্মরণ করিয়ে দিয়ে বলেন, সভার মর্যাদা বৃদ্ধি ও  স্পিকারদের সন্মান দেওয়ার বিষয়টি সব সদস্যকে অনুধাবন করতে হবে। তিনি বলেছেন, আইনসভার মূল দায়িত্ব হল, নিরপেক্ষভাবে দেশের মানুষের সুবিধা- অসুবিধার কথা তুলে ধরা।

এই অনুষ্ঠানে  সংসদীয়মন্ত্রী কিরেন রিজিজু বলেন, দু দিনের এই সম্মেলনে বিভিন্ন আইনসভার সেরা অভিজ্ঞতার বিনিময় হবে। তিনি আরও বলেন সংসদীয় গণতন্ত্রের মুখ্য আকর্ষণই হল সংসদ ও বিধানসভা।  এই প্রতিষ্ঠানগুলি ঠিকমতো কাজ না করলে গণতন্ত্র নিয়ে প্রশ্ন উঠে যাবে।