স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী বছরের ৩১শে মার্চের মধ্যে দেশকে নকশালবাদ মুক্ত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। আজ রাঁচিতে পূর্বাঞ্চলীয় পরিষদের ২৭তম বৈঠকে তিনি সভাপতিত্ব করেন। নকশালবাদের বিরুদ্ধে অভূতপূর্ব সাফল্যের তিনি প্রশংসা করেন। তিনি বলেন যে, সমস্ত রাজ্যের ঐক্য এবং নিরাপত্তা বাহিনীর সাহসিকতার কারণেই এটি সম্ভব হয়েছে। মন্ত্রী বলেন যে, তিনটি নতুন ফৌজদারি আইনের পূর্ণ বাস্তবায়নের জন্য
পূর্বাঞ্চলের রাজ্যগুলির আরও প্রচেষ্টা চালানো প্রয়োজন। আঞ্চলিক পরিষদগুলি এখন কার্যকর প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। তিনি জানান যে ২০০৪ থেকে ২০১৪ সালের মধ্যে আঞ্চলিক পরিষদের মাত্র ২৫টি সভা অনুষ্ঠিত হয়েছিল। আর ২০১৪ থেকে ২০২৫ সালের মধ্যে, বৈঠকের সংখ্যা দ্বিগুণ হয়ে ৬৩টিতে দাঁড়িয়েছে। সভায় মাসানজোর বাঁধ, তৈয়বপুর ব্যারেজ এবং ইন্দ্রপুরী জলাধার সম্পর্কিত বিচারাধীন বিষয়গুলি নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়েছে। বৈঠকে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি, বিহারের উপ-মুখ্যমন্ত্রী এবং পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী, সদস্য রাষ্ট্রগুলির মুখ্য সচিব এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কেন্দ্রীয় সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকের পর বিহারের উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী আকাশবাণীকে বলেন যে দীর্ঘদিন ধরে অমীমাংসিত ইন্দ্রপুরী বাঁধ সাগর জলাধার সমস্যার সমাধান হয়েছে।