স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ তেলেঙ্গানার নিজামাবাদে ন্যাশনাল টার্মারিক বোর্ডের সূচনা করবেন,একইসঙ্গে তিনি বোর্ডের আনুষ্ঠানিক লোগোরও সূচনা করবেন। শ্রী শাহ এই অঞ্চলের জনপ্রিয় নেতা ডি শ্রীনিবাসের একটি মূর্তির আবরণ উন্মোচন করবেন।তিনি নিজামাবাদে একটি কৃষক সমাবেশেও ভাষণ দেবেন। আজ অপরাহ্ণে হায়দ্রাবাদে পৌঁছে,নিজামাবাদের উদ্দেশ্যে রওনা হবেন।তেলেঙ্গানার বিজেপি রাজ্য নেতৃত্বের সঙ্গেও তিনি মিলিত হবেন।
Site Admin | June 29, 2025 11:05 AM
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ তেলেঙ্গানার নিজামাবাদে ন্যাশনাল টার্মারিক বোর্ডের সূচনা করবেন,একইসঙ্গে তিনি বোর্ডের আনুষ্ঠানিক লোগোরও সূচনা করবেন।
