স্প্যানিশ ফুটবলে রিয়াল মাদ্রিদের প্রধান কোচ পদ ছাড়লেন জাভি আলোন্সো। রিয়াল মাদ্রিদ জানিয়েছে, জাভি আলোন্সোর পারস্পরিক সমঝোতার পর দলের সান্তিয়াগো বার্নাব্যুতে তার কোচিং মেয়াদ শেষ করেছেন। স্প্যানিশ সুপার কাপে বার্সেলোনার কাছে ৩-২ গোলে হেরে যাওয়া এবং লা লিগায় রিয়াল চার পয়েন্টে পিছিয়ে পড়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে, রিয়াল মাদ্রিদ আলভারো আরবেলোয়াকে নতুন প্রথম দলের কোচ হিসেবে নিয়োগ করেছে।
Site Admin | January 13, 2026 12:31 PM
স্প্যানিশ ফুটবলে রিয়াল মাদ্রিদের প্রধান কোচ পদ ছাড়লেন জাভি আলোন্সো।