January 20, 2026 11:25 AM

printer

স্পেনের দক্ষিণাঞ্চলে দুটি হাই-স্পিড ট্রেনের সংঘর্ষে কমপক্ষে ৪০ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন।

স্পেনের দক্ষিণাঞ্চলে দুটি হাই-স্পিড ট্রেনের সংঘর্ষে কমপক্ষে ৪০ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। রেল নেটওয়ার্ক কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, আদামুজ শহরের কাছে একটি হাই-স্পিড ট্রেন লাইনচ্যুত হয়ে পাশের লাইনে ঢুকে পড়ে এবং বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রেনও লাইনচ্যুত হলে এই দুর্ঘটনা ঘটে। 

জরুরি পরিষেবা কর্তৃপক্ষ জানিয়েছে, অন্তত ৭৩ জন গুরুতর আহত হয়েছেন। উদ্ধারকর্মীরা লাইনচ্যুত বগি থেকে আটকে পড়া যাত্রীদের বের করে আনতে এবং মৃতদেহ উদ্ধার করতে রাতভর কাজ চালাচ্ছেন ।  এই ঘটনায় ৪০ জনেরও বেশি হাসপাতালে চিকিৎসাধীন, যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। 

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে ।