স্পেনের কার্লোস আলকারাজ, মার্কিন ওপেন টেনিস প্রতিযোগিতায় পুরুষদের সিংগলসের ফাইনালে উঠেছেন। সেমি ফাইনালে তিনি ৬-৪, ৭-৬, ৬-২ সেটে ২৪ বারের গ্র্যান্ড স্লাম খেতাব জয়ী সার্বিয়ার নভাক জকভিচ কে হারিয়ে দেন।
ফাইনালে আলকারাজ মুখোমুখি হবেন, বিশ্বের ১ নম্বর ইতালির জানিক সিনার ও কানাডার ফেলিক্স অগার আলিয়াসিম এর মধ্যে দ্বিতীয় সেমিফাইনালে বিজয়ীর বিরুদ্ধে ।