স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘের কারণে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় আজও বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দুই চব্বিশ পরগনা, হাওড়া, নদীয়া এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুত্ সহ বৃষ্টি হতে পারে।
এদিকে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ার জেলায় আজ বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা
অন্যদিকে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন ওড়িশা উপকুলের সৃষ্ট নিম্নচাপের প্রত্যক্ষ প্রভাব এরাজ্যে না পড়লেও উপকূলবর্তী এলাকায় ঘন্টায় ৩৫ থেকে ৫৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
মৎস্যজীবীদের আগামীকাল পর্যন্ত সাগরে পাড়ি দিতে নিষেধ করা হয়েছে।