স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘের কারণে আজ কলকাতা সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় রয়েছে হলুদ সর্তকতা। এদিকে, পশ্চিম মধ্য এবং উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপটি গতকালই সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়। তবে এর কোন প্রত্যক্ষ প্রভাব এ রাজ্যের স্থলভাগের ওপর পড়বে না বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে।
Site Admin | August 19, 2025 12:08 PM
স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘের কারণে আজ কলকাতা সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
