স্থলপথে বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানি ও পণ্য নিষিদ্ধ করল ভারত। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ বৈদেশিক বাণিজ্য নির্দেশালয় বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে সবধরণের তৈরি পোশাক আমদানি নিষিদ্ধ থাকবে। তবে, নহাভা শেভা এবং কলকাতা সমুদ্রবন্দর দিয়ে এই পণ্যগুলি এখনও অনুমোদিত থাকবে। পাশাপাশি ভারত হয়ে নেপাল বা ভুটানে সেই সব সামগ্রী গেলে তার ওপর কোনও বন্দর নিষেধাজ্ঞা নেই বলে জানানো হয়েছে। পোশাক ছাড়াও ফল, ফলের স্বাদযুক্ত এবং কার্বনেটেড পানীয়, প্রক্রিয়াজাত খাদ্যদ্রব্য, তুলো, প্লাস্টিক এবং পিভিসি, কাঠের আসবাবপত্র সহ একাধিক পণ্য নিষিদ্ধ থাকবে। তবে, বাংলাদেশ থেকে মাছ, এলপিজি, ভোজ্যতেল এবং পাথর আমদানিতে ছাড় দেওয়া হয়েছে।
Site Admin | May 18, 2025 9:11 AM
স্থলপথে বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানি ও পণ্য নিষিদ্ধ করল ভারত।
