স্টাফ সিলেকশন কমিশন, এসএসসি কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষা সিজেএলই ২০২৫ বাতিল করা নিয়ে সামাজিক মাধ্যমে বিভিন্ন খবর খারিজ করে দিয়েছে। কর্মী, জন অভিযোগ ও পেনশন মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনোরকম বাধা বিঘ্ন ছাড়াই সাড়া দেশে এই পরীক্ষা সূচী অনুযায়ী হচ্ছে। কমিশনও ছাত্রছাত্রীদের আশ্বস্ত করে বলেছেন, দেশের সবকটি পরীক্ষা কেন্দ্রেই নির্বিঘ্নে চলেছে সিজেএলই ২০২৫-এর পরীক্ষা। এই নিয়ে অযথা উদ্বেগের কোনো কারণ নেই।
এসএসসি আধিকারিকরা জানিয়েছেন, গত ১২ ই সেপ্টেম্বর সিজেএলই পরীক্ষা শুরু হয়েচে। চলবে ২৬ শে সেপ্টেম্বর পর্যন্ত। ১২৯টি শহরে প্রতিদিন তিনটি শিফটেই পরীক্ষা হচ্ছে। প্রায় তিন লক্ষ পরীক্ষার্থী এপর্যন্ত নির্বিঘ্নেই পরীক্ষা দিয়েছেন বলে এসএসসি সূত্রে জানা গেছে।