মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

September 16, 2025 12:49 PM

printer

স্টাফ সিলেকশন কমিশন, এসএসসি কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষা সিজেএলই ২০২৫ বাতিল করা নিয়ে সামাজিক মাধ্যমে বিভিন্ন খবর খারিজ করে দিয়েছে।

স্টাফ সিলেকশন কমিশন, এসএসসি কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষা সিজেএলই ২০২৫ বাতিল করা নিয়ে সামাজিক মাধ্যমে বিভিন্ন খবর খারিজ করে দিয়েছে। কর্মী, জন অভিযোগ ও পেনশন মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনোরকম বাধা বিঘ্ন ছাড়াই সাড়া দেশে এই পরীক্ষা সূচী অনুযায়ী হচ্ছে। কমিশনও ছাত্রছাত্রীদের আশ্বস্ত করে বলেছেন, দেশের সবকটি পরীক্ষা কেন্দ্রেই নির্বিঘ্নে চলেছে সিজেএলই ২০২৫-এর পরীক্ষা। এই নিয়ে অযথা উদ্বেগের কোনো কারণ নেই।

এসএসসি আধিকারিকরা জানিয়েছেন, গত ১২ ই সেপ্টেম্বর সিজেএলই পরীক্ষা শুরু হয়েচে। চলবে ২৬ শে সেপ্টেম্বর পর্যন্ত। ১২৯টি শহরে প্রতিদিন তিনটি শিফটেই পরীক্ষা হচ্ছে। প্রায় তিন লক্ষ পরীক্ষার্থী এপর্যন্ত নির্বিঘ্নেই পরীক্ষা দিয়েছেন বলে এসএসসি সূত্রে জানা গেছে।