স্কোয়াশ ইন্ডিয়ান ওপেনে সর্বভারতীয় মহিলা বিভাগের ফাইনালে অনাহত সিং আজ জ্যোৎস্না চিনাপ্পার মুখোমুখি হবেন। ইন্দোরে আয়োজিত এই প্রতিযোগিতার সেমিফাইনালে শীর্ষ বাছাই অনাহত, তৃতীয় বাছাই আয়ারল্যান্ডের হান্না ক্রেইগকে ১১-৪, ১০-১২, ৯-১১, ১১-৬ ও ১১-৪ এ হারিয়ে দেন।
এদিকে, অবাছাই জোৎস্না, দ্বিতীয় বাছাই মিশরের নাদিয়ান আল হাম্মামিকে ৭-১১, ১১-৫, ১১-৭, ১১-৭ এ পরাজিত করেছেন।