মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

October 29, 2025 1:22 PM

printer

স্কোয়াশে , ভারতের অনহত সিং ২০২৫ কানাডিয়ান উইমেন’স ওপেনের সেমিফাইনালে প্রবেশ করেছেন।

স্কোয়াশে , ভারতের অনহত সিং ২০২৫ কানাডিয়ান উইমেনস ওপেনের সেমিফাইনালে প্রবেশ করেছেন। টরন্টোতে গতকাল মহিলাদের সিঙ্গেলসের  কোয়ার্টার-ফাইনালে অনহত বিশ্বের সপ্তম স্থানাধিকারী বেলজিয়ামের টিনে গিলিসকে সরাসরি ১২-১০১১-৯১১-৯  গেমে পরাজিত করেন।  আগামীকাল সেমিফাইনালে অনহত ইংল্যান্ডের জর্জিনা কেনেডির মুখোমুখি হবেন। অপর সেমিফাইনালে মিশরের আমিনা ওরফি আমেরিকার অ্যামান্ডা সোভির বিরুদ্ধে খেলবেন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।