স্কুল সার্ভিস কমিশনের ২০১৬ সালে চাকরি বাতিলের পর ২০২৫ সালে নতুন পরীক্ষা সংক্রান্ত যাবতীয় মামলা কলকাতা হাইকোর্টে ফেরত পাঠালো সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি অলোক আরাধের বেঞ্চ এক পর্যবেক্ষণে জানিয়েছে, চাকরি বাতিলের নতুন পরীক্ষাকে কেন্দ্র করে যে জটিলতার সৃষ্টি হয়েছে, তার জন্য স্কুল সার্ভিস কমিশন’ই দায়ী। টেন্টেড কোনো প্রার্থীকে যাতে কোনোভাবেই নতুন পরীক্ষায় বসতে দেওয়া না হয়, তা নিশ্চিত করতে বলেছে শীর্ষ আদালত।
অভিজ্ঞতার জন্য অতিরিক্ত ১০ নম্বর দেওয়া সহ পরীক্ষাকে কেন্দ্র করে অন্যান্য যত মামলা শীর্ষ আদালতে দায়ের হয়েছে, তা কলকাতা হাইকোর্টকে শুনতে নির্দেশ দিয়েছে বেঞ্চ।
উল্লেখ্য আগামী ২৮ শে নভেম্বর হাইকোর্টে এই মামলার শুনানি রয়েছে।