মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

September 17, 2025 8:48 AM

printer

স্কুল সার্ভিস কমিশনের শিক্ষাকর্মী নিয়োগের পরীক্ষার অনলাইন আবেদন জানানোর প্রক্রিয়া গতকাল থেকে শুরু হওয়ার কথা থাকলেও তা হয়নি।

স্কুল সার্ভিস কমিশনের শিক্ষাকর্মী নিয়োগের পরীক্ষার অনলাইন আবেদন জানানোর প্রক্রিয়া গতকাল থেকে শুরু হওয়ার কথা থাকলেও তা হয়নি। এ নিয়ে ধোঁয়াশায় রয়েছেন চাকরি হারানো যোগ্য শিক্ষাকর্মী এবং অন্যান্য চাকরি প্রার্থীরা। শিক্ষাকর্মী নিয়োগের জন্য গত ২৯ আগস্ট বিজ্ঞপ্তি জারি করে স্কুল সার্ভিস কমিশন জানিয়েছিল, ১৬ সেপ্টেম্বর বিকেল পাঁচটা থেকে ৩১ অক্টোবর বিকেল ৫ টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন প্রার্থীরা। আবেদনের ফি সহ বিস্তারিত তথ্য কমিশনের ওয়েবসাইটে ৩১ শে আগস্ট জানানো হবে বলে নির্ধারিত থাকলেও সেই বিজ্ঞপ্তি এখনো পর্যন্ত কমিশনে ওয়েবসাইটে দেওয়া হয়নি বলে চাকরিহারা শিক্ষাকর্মীরা জানিয়েছেন। এসএসসি কর্তৃপক্ষের তরফেও কিছু জানানো হয়নি বলে তাঁদের দাবি।

  এদিকে, নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষার ‘মডেল উত্তরপত্র’ গতরাতে ওয়েবসাইটে প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। ২০ থেকে ২৫ তারিখ পর্যন্ত প্রশ্নোত্তর যাচাই করা ও‌ আপত্তি জানানোর সুযোগ পাবেন পরীক্ষার্থীরা। এর‌ জন্য পরীক্ষার্থীদের প্রশ্ন পিছু ১০০ টাকা করে দিতে হবে। বিশেষজ্ঞ কমিটির সুপারিশ অনুযায়ী, তাঁদের মতামত বা চ্যালেঞ্জ সঠিক হলে জমা করার টাকা ফেরত দিয়ে দেওয়া হবে পরীক্ষার্থীদের।