স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় একটি নতুন অডিও ক্লিপ প্রকাশ্যে আসার প্রেক্ষিতে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই গতকাল আদালতের দ্বারস্থ হয়েছে। অডিও ক্লিপে যে পাঁচজনের কথপোকথন শোনা গেছে, তাদের কন্ঠস্বরের নমুনা সংগ্রহের আবেদন জানিয়েছে, তদন্ত সংস্থাটি। এদের মধ্যে তিনজন হলেন পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য্য, কমিশনের প্রাক্তন সচিব সমরজিত্ আচার্য্য এবং পর্ণা ভট্টাচার্য্য। এছাড়াও বেসরকারি সংস্থা নায়সার সঙ্গে যুক্ত পঙ্কজ বনসাল এবং নীলাদ্রী দাসের কন্ঠস্বর পরীক্ষা করারও আর্জি জানানো হয়েছে। নিয়োগ দুর্নীতি মামলায় এই ৫ জনের নামই সিবিআইয়ের জমা দেওয়া চার্জশিটে রয়েছে।
Site Admin | June 13, 2025 11:54 AM
স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় একটি নতুন অডিও ক্লিপ প্রকাশ্যে আসার প্রেক্ষিতে সিবিআই গতকাল আদালতের দ্বারস্থ হয়েছে