মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

September 7, 2025 9:14 PM

printer

স্কুল সার্ভিস কমিশনের নবম দশম শ্রেণীর সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা আজ নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে

স্কুল সার্ভিস কমিশনের নবম দশম শ্রেণীর সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা আজ নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। বেলা বারোটা থেকে দেড়টা পর্যন্ত পরীক্ষা চলে তবে বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থীদের জন্য পরীক্ষার সময় ছিল দু’টো পর্যন্ত। কলকাতা সহ রাজ্যে ৬৩৬ কেন্দ্রে পরীক্ষা হয়েছে। ৩ লক্ষ ১৯ হাজারের বেশি পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন। এর মধ্যে অনেক ভিন রাজ্যের পরীক্ষার্থীও ছিলেন। প্রতিটি পরীক্ষা কেন্দ্রের বাইরেই কড়া পুলিশি প্রহরার বন্দোবস্ত করা হয়। সফলভাবে পরীক্ষা পর্ব সম্পন্ন হওয়ায় পরীক্ষার্থীদের পাশাপাশি স্কুল সার্ভিস কমিশন ও শিক্ষা দফতরকে অভিনন্দন জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। 

এদিকে, শিক্ষক সংগঠন শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেছেন, এসএসসি পরীক্ষা নিয়ে  অপরাধের কোন প্রমাণ না থাকা সত্ত্বেও যোগ্যদের পুনরায় পরীক্ষার সম্মুখীন হতে হল। এটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়।  কোন একজন যোগ্য শিক্ষক বা শিক্ষা কর্মী বঞ্চিত হলে তার সম্পূর্ণ দায় রাজ্য সরকারের।

বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মন্ডল বলেন, পরীক্ষা মোটামুটি শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। তবে, অনুপস্থিতির হার লক্ষ্যনীয়। এই পরীক্ষার ভবিষ্যৎ নিয়ে অনেকেই অনিশ্চিত থাকার কারণই হয়তো এজন্য দায়ী।