স্কুল সার্ভিস কমিশনের একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের মেধা তালিকা প্রকাশিত হয়েছে। মেধাতালিকায় প্যানেল এবং ওয়েটিং লিস্ট মিলিয়ে মোট ১৮ হাজার ২২৭ জন প্রার্থীর নাম রয়েছে। ১২ হাজার ৪৪৫ টি শূন্যপদের জন্য শিক্ষক নিয়োগ হবে। গত বছর ১৪’ই সেপ্টেম্বর অনুষ্ঠিত এই পরীক্ষায় বসেছিলেন ২ লক্ষ ২৯ হাজার ৬০৬ জনের বেশী প্রার্থী।
নথি যাচাইয়ের জন্য ডাক পেয়েছিলেন প্রায় ২১ হাজার জন। তথ্যে গরমিল থাকায় এর মধ্যে থেকে বাদ যায় হাজার দেড়েক নাম। বাকিরা সবাই ইন্টারভিউয়ে ডাক পান। তাঁদের মধ্যে থেকেই সফল, ওয়েটিং লিস্ট এবং অনুত্তীর্ণ প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে SSC।
আগামী ২৭ জানুয়ারি থেকে কাউন্সেলিং শুরু হবে বলে জানা গিয়েছে। এরপর সেই ভিত্তিতেই দেওয়া হবে নিয়োগ পত্র।