মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

September 13, 2025 6:59 PM

printer

স্কুল সার্ভিস কমিশনের একাদশ-দ্বাদশ শ্রেণীর সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা আগামীকাল।

স্কুল সার্ভিস কমিশনের একাদশ-দ্বাদশ শ্রেণীর সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা আগামীকাল। এই পর্বে শূন্য পদের সংখ্যা ১২ হাজার ৫১৪। পরীক্ষার্থীর সংখ্যা ২ লক্ষ ৪৫ হাজার ৫০০। ‌ রাজ্যজুড়ে মোট ৪৭৮ টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। উল্লেখ্য ২০১৬-র এসএসসি প্যানেল বাতিলের পর নতুন করে পরীক্ষা নেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। গত ৭ই সেপ্টেম্বর নবম-দশম শ্রেণীর সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। চাকরি হারানো যোগ্য শিক্ষকরাও এই পরীক্ষায় বসছেন।

পরীক্ষাকে স্বচ্ছ ও সুরক্ষিত রাখতে একগুচ্ছ ব্যবস্থা নিয়েছে স্কুল সার্ভিস কমিশন। পরীক্ষার পর পরীক্ষার্থীদের OMR সিটের কার্বন কপি দিয়ে দেওয়া হবে। প্রশ্নপত্র ফাঁস আটকাতে থাকছে বিশেষ সুরক্ষা ব্যবস্থা। কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা বারকোড সম্বলিত অ্যাডমিট কার্ড দেখিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হবে পরীক্ষার্থীদের। অ্যাডমিট কার্ডে ছবি বা সই সংক্রান্ত অস্পষ্টতা থাকলে পরীক্ষার্থীদের সচিত্র পরিচয়পত্র জমা নেওয়া হবে। স্বচ্ছ পেন এবং স্বচ্ছ জলের বোতল নিয়েই শুধুমাত্র পরীক্ষার হলে ঢুকতে পারবেন পরীক্ষার্থীরা। সুষ্ঠু ও মসৃণ ভাবে যাতে পরীক্ষাপর্ব সম্পন্ন হয় তার জন্য প্রশাসনকেও সবরকম নির্দেশ দিয়েছে নবান্ন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।