স্কুল – কলেজ পড়ুয়া, অফিস যাত্রী, সাধারণ যাত্রী এবং বিমান বন্দরগামী যাত্রীদের সুবিধার্থে মেট্রো রেলের ইয়েলো লাইনে মেট্রো পরিষেবা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে সোম থেকে শুক্রবার পর্যন্ত মেট্রো পরিষেবা সকাল ৭ টা ৫৫ মিনিট থেকে রাত ৮ টা ১৭ মিনিট এর পরিবর্তে সকাল ৭ টা ১৮ মিনিট থেকে রাত সাড়ে ৯ টা পর্যন্ত করা হচ্ছে। এই সময়ে ৬০ টি আপ ও ৬০ টি ডাউন সহ মোট ১২০ টি পরিষেবা পাওয়া যাবে। নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমান বন্দর প্রথম পরিষেবা সকাল ৭ টা ৫৫ মিনিটের পরিবর্তে ৭ টা ১৮ মিনিটে, জয়হিন্দ বিমান বন্দর থেকে নোয়াপাড়া পর্যন্ত প্রথম পরিষেবা সকাল ৮ টার পরিবর্তে সকাল ৭ টা ৪০ মিনিটে শুরু হবে। শেষ পরিষেবায় নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর রাত ৮ টার পরিবর্তে ৮ টা ৫৮ মিনিটে, এবং জয় হিন্দ বিমান বন্দর থেকে নোয়াপাড়া পর্যন্ত শেষ পরিষেবা রাত ৮ টা ৫ মিনিটের পরিবর্তে রাত ৯ টা ১৮ মিনিটে পাওয়া যাবে। সোমবার (03.11.2025) থেকে এই পরিবর্তিত মেট্রো পরিষেবা পাওয়া যাবে। শনিবার এই সেকশনে ৪৬ টি আপ ও ৪৬ টি ডাউন সহ মোট ৯২টি পরিষেবা সকাল ৭ টা ১৮ মিনিট থেকে রাত সাড়ে ৯ টার মধ্যে পাওয়া যাবে।
শনিবার প্রথম পরিষেবা নোয়াপাড়া থেকে জয়হিন্দ বিমান বন্দর সকাল ৭ টা ৩৫ মিনিটের পরিবর্তে সকাল ৭ টা ১৮ মিনিটে ও জয়হিন্দ বিমান বন্দর থেকে নোয়াপাড়া সকাল ৮ টার পরিবর্তে সকাল ৭ টা ৪০ মিনিটে শুরু হবে। শেষ পরিষেবা নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমান বন্দর রাত ৮ টার পরিবর্তে ৮ টা ৫৮ মিনিটে ও জয় হিন্দ বিমান বন্দর থেকে নোয়াপাড়া শেষ পরিষেবা রাত ৮ টা ২০ মিনিটের পরিবর্তে ৯ টা ১৮ মিনিটে পাওয়া যাবে। রবিবারে এই শাখায় চল্লিশটি পরিষেবার পরিবর্তে ৩৯ টি আপ ও ৩৯ টি ডাউন সহ মোট ৭৮ টি পরিষেবা পাওয়া যাবে।