January 24, 2026 6:00 PM

printer

স্কুলের গাফিলতির কারণে যেসব মাধ্যমিক পরীক্ষার্থীর এখনো এনরোলমেন্ট হয়নি এবং অ্যাডমিট কার্ড পায়নি, তাদের জন্য বিশেষ ব্যবস্থা নিল শিক্ষা দপ্তর।

স্কুলের গাফিলতির কারণে যেসব মাধ্যমিক পরীক্ষার্থীর এখনো এনরোলমেন্ট হয়নি এবং অ্যাডমিট কার্ড পায়নিতাদের জন্য বিশেষ ব্যবস্থা নিল শিক্ষা দপ্তর। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেনআগামী ২৭ তারিখ দুপুর বারোটা থেকে ২৮ তারিখ দুপুর বারোটা পর্যন্ত অনলাইন এনরোলমেন্ট পোর্টাল খোলা থাকবে। উল্লেখ্যবারবার নির্দেশিকা দেওয়া ও পোর্টাল চালু থাকা দেওয়া সত্বেও অনেক স্কুল পরীক্ষার্থীদের নাম নথিভুক্ত করেনি বলে অভিযোগ ওঠে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।