সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে সাক্ষরিত প্রতিরক্ষা চুক্তি, ভারতের জাতীয় নিরাপত্তাকে বিঘ্নিত করবে কিনা, তা’ খতিয়ে দেখা হবে বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে গতকাল মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, সরকার দেশের স্বার্থ রক্ষা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। নতুন দিল্লি এই চুক্তি স্বাক্ষরের বিষয়ে অবগত ছিল।
উল্লেখ্য, গতকাল রিয়াধে সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মধ্যে ওই কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়।