সৌদি আরবের মক্কা থেকে মদিনা যাওয়ার পথে তীর্থযাত্রীবাহী একটি বাস ও ট্যাঙ্কারের মধ্যে সংঘর্ষে বহু ভারতীয় হজ যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
প্রাথমিকভাবে পাওয়া খবরে জানা গেছে, ভারতীয় সময় গতরাত দেড়টা নাগাদ মুফরিহাট নামে একটি স্থানে বাসটির সঙ্গে একটি ডিজেল ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষ হয়। হতাহতদের মধ্যে বেশ কয়েকজন মহিলা ও শিশু রয়েছে। মক্কায় হজ যাত্রার শেষে তীর্থযাত্রীরা মদিনার দিকে যাওয়ার সময় এই ঘটনা ঘটে বলে জানা গেছে।
বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এই দুর্ঘটনায় ভারতীয় হজ যাত্রীদের মৃত্যুতে গভীর শোক ব্যক্ত করেছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি জানিয়েছেন, রিয়াধে ভারতীয় দূতাবাস এবং জেড্ডায় ভারতের বানিজ্য দূতাবাসের পক্ষ থেকে হতাহতদের পরিবার পরিজনদের সবরকম সহায়তার ব্যবস্থা করা হয়েছে।
এদিকে জেড্ডায় ভারতীয় বাণিজ্য দূতাবাসের পক্ষ থেকে এই ঘটনার বিষয়ে অনুসন্ধানের জন্য একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। এই কন্ট্রোল রুমের হেল্প লাইন নম্বরগুলি হল- 80024-40003/ 01226-14093/01266-14276/ 05561-22301