সৌদি আরবের ‘ঘুমন্ত যুবরাজ’ নামে পরিচিত প্রিন্স আল-ওয়ালিদ প্রায় দু’ দশক কোমায় থাকার পর ৩৬ বছর বয়সে প্রয়াত হলেন। আজ রিয়াধের ইমাম তুর্কি বিন আবদুল্লাহ মসজিদে শেষকৃত্য হবে। প্রিন্স আল-ওয়ালিদ সৌদি রাজপরিবারের সদস্য প্রিন্স খালেদ বিন তালালের জ্যেষ্ঠ পুত্র ছিলেন। ২০০৫ সালে, ১৫ বছর বয়সে, লন্ডনে এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় তাঁর মস্তিষ্কে আঘাত লাগলে, রক্তক্ষরণ হয়। পরে তাকে রিয়াদের কিং আব্দুল আজিজ মেডিকেল সিটিতে স্থানান্তরিত করা হয়। সেখানেই এতদিন কোমায় ছিলেন তিনি। চিকিৎসার পরেও তিনি আর জ্ঞান ফিরে পাননি।
Site Admin | July 20, 2025 2:34 PM
সৌদি আরবের ‘ঘুমন্ত যুবরাজ’ নামে পরিচিত প্রিন্স আল-ওয়ালিদ প্রায় দু’ দশক কোমায় থাকার পর ৩৬ বছর বয়সে প্রয়াত হলেন।
