সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের একটি ভিডিও সরকার মিথ্যে বলে খারিজ করে দিয়েছে ।ওই ভিডিওতে দাবি করা হয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী একটি সঞ্চয় প্রকল্প চালু করছেন যেখানে ২১ হাজার টাকা বিনিয়োগ করলে প্রতিমাসে ১২ লক্ষ টাকা পর্যন্ত লাভ পাওয়া যাবে ।প্রেস ইনফরমেশন ব্যুরো এই ভিডিওকে ভুয়ো বলে দাবি করে জানিয়েছে কেন্দ্রীয় সরকার বা অর্থ মন্ত্রী এই ধরনের কোন প্রকল্প ঘোষণা করেননি। এ ধরনের ভুল তথ্যসম্পর্কে জনসাধারণকে সতর্ক করে দিয়ে বলা হয়েছে এ ধরনের কোনো বিনিয়োগের আগে তারা যেন ভালো করে অনুসন্ধানের পর পদক্ষেপ করেন।