মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

May 18, 2025 11:30 AM

printer

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওর প্রেক্ষিতে মণিপুর পুলিশ কুকি স্টুডেন্টস অর্গানাইজেশন কেএসও -এর দিল্লি শাখার সভাপতি পাওজাখুপ গুইটের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওর প্রেক্ষিতে মণিপুর পুলিশ কুকি স্টুডেন্টস অর্গানাইজেশন কেএসও -এর দিল্লি শাখার সভাপতি পাওজাখুপ গুইটের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। কুকি-অধ্যুষিত এলাকায় মেইতেই সম্প্রদায়ের চলাচলে বাধা দেওয়ার প্রকাশ্যে ডাক দিতেই চুরাচাঁদপুর থানায় এই এফআইআর দায়ের করা হয়। প্রতিবেশী রাজ্য মিজোরামআসামনাগাল্যান্ড এবং মেঘালয়ের কর্তৃপক্ষকে তাঁকে গ্রেপ্তারে সহায়তা করার জন্য বলা হয়েছে। এই মাসের ২০ থেকে ২৪ তারিখ পর্যন্ত মেইতেই সম্প্রদায় উখরুল জেলায় রাজ্য শিরুই উৎসবে যোগদানের সময় এই পরিকল্পনা করে। শিরুই উৎসবের লক্ষ্য তাংখুল নাগা সংস্কৃতি প্রচার এবং উখরুলের শিরুই পাহাড়ে ফোটা বিরল শিরুই লিলি সংরক্ষণ করা। সেই উৎসবে কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি রুখতে রাজ্য জুড়ে অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে।