মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

September 3, 2025 6:15 PM

printer

সেমিকন ইন্ডিয়া সম্মেলনের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লীর যশোভূমিতে সেমিকনডাক্টর ক্ষেত্রে বিশেষজ্ঞদের সঙ্গে মত বিনিময় করেছেন।

সেমিকন ইন্ডিয়া সম্মেলনের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লীর যশোভূমিতে সেমিকনডাক্টর ক্ষেত্রে বিশেষজ্ঞদের সঙ্গে মত বিনিময় করেছেন। এই উপলক্ষে সেমিকনডাক্টর সংক্রান্ত একটি প্রদর্শনীও ঘুরে দেখেন তিনি। ইলেক্ট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণো তাঁর সঙ্গে ছিলেন। শ্রী মোদী এরপর সেমিকনডাক্টর ইন্ডিয়া ২০২৫-এর সিইও-দের গোল টেবিল বৈঠকে অংশ নেন। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা অগ্রণী শিল্পপতি ও সিইও-রা এই গোল টেবিল বৈঠকে তাদের মতামত পেশ করেন।  সেমিকনডাক্টর ক্ষেত্রে ভারতের বাস্তুতন্ত্র, তার উন্নয়ন ও বিকাশের ওপর মূলত আলাপ আলোচনা হয়।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল তিনদিনের এই সম্মেলনের উদ্বোধন করেন। ভরতকে বিশ্বের সেমিকনডাক্টর বাজারে এক সম্ভাবনাপূর্ণ দেশ হিসাবে তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আগামী দিনে বিশ্বব্যাপী সেমিকনডাক্টরের বাজারমূল্য ১০ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা। তরুণ উদ্যোগপতিদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী সেমিকনডাক্টর পরিকল্পনায় প্রতিভা ও উদ্ভাবনী ইকোসিস্টেমকে চালিয়ে নিয়ে যেতে স্টার্টআপের গুরুত্বের কথাও তুলে ধরেন। 

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।