December 26, 2025 9:47 PM

printer

সেভেন সিস্টার্স ও শিলিগুড়ি করিডর নিয়ে হুমকি দেওয়ায় সেখানকার হোটেল ব্যবসায়ীরা বাংলাদেশি নাগরিকদের জন্য হোটেলের দরজা বন্ধ করে দিয়েছে

সেভেন সিস্টার্স ও শিলিগুড়ি করিডর নিয়ে হুমকি দেওয়ায় সেখানকার হোটেল ব্যবসায়ীরা বাংলাদেশি নাগরিকদের জন্য হোটেলের দরজা বন্ধ করে দিয়েছে।  গ্রেটার শিলিগুড়ি হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এ খবর জানিয়ে বলা হয়েছে, প্রতিবছর বাংলাদেশ থেকে প্রায় ২৫ থেকে ৩০হাজার নাগরিক চিকিৎসা ও পড়াশোনার উদ্দেশ্যে  শিলিগুড়ি করিডর দিয়ে ভারতে আসেন এবং তাঁদের বড় অংশ শিলিগুড়িকে ট্রানজিট হাব হিসেবে ব্যবহার করেন। তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ক্রমবর্ধমান ভারত-বিরোধী মনোভাব এবং কয়েকজন নেতার উসকানিমূলক বক্তব্য পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।হোটেল ব্যবসায়ীদের দাবি,বাংলাদেশ থেকে কিছু নেতা শিলিগুড়ি করিডর অশান্ত করার পাশাপাশি দেশের মূল ভূখণ্ড থেকে উত্তর-পূর্ব ভারতের সাতটি রাজ্য-সেভেন সিস্টার্স-বিচ্ছিন্ন করার হুমকি দিচ্ছেন এবং করিডরকে অশান্ত করার চেষ্টা করছেন। এই ধরনের চোখ রাঙানি কোনওভাবেই মেনে নেওয়া যায় না।জাতীয় স্বার্থ ও নিরাপত্তার প্রশ্নে প্রতিবাদ জানাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংগঠনের তরফে জানানো হয়েছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।