সেন্ট জেমস পার্কে গতকাল ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলের ম্যাচে লিভারপুল ৩-২ গোলে নিউক্যাসেল ইউনাইটেডকে পরাজিত করেছে। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল লিভারপুল। লিভারপুলের হয়ে রায়ান গ্রাভেনবার্খ, হুগো একিটিকে , রিও এনগুমোহা গোল করেছেন। নিউ ক্যাসেলের হয়ে ব্রুনো গিমারায়েস ও উইলিয়াম ওসুলা গোল করেছেন।
Site Admin | August 26, 2025 9:28 PM
সেন্ট জেমস পার্কে গতকাল ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলের ম্যাচে লিভারপুল ৩-২ গোলে নিউক্যাসেল ইউনাইটেডকে পরাজিত করেছে।
