সেনা বাহিনীর কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্সে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় এসে পৌঁছেছেন। কলকাতা বিমানবন্দরে আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান, সুকান্ত মজুমদার, শমীক ভট্টাচার্য সহ রাজ্য বিজেপির শীর্ষ নেতারা। বিজেপির বহু সাধারণ কর্মী সমর্থকরাও প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে রাস্তায় অপেক্ষা করছিলেন। বিমানবন্দর থেকে গাড়িতে রাজভবনের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে প্রধানমন্ত্রী তাঁদের উদ্দেশ্যে হাত নাড়েন।
প্রধানমন্ত্রী আসার কিছুক্ষণ আগেই কলকাতায় পৌঁছান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
প্রধানমন্ত্রী আজ রাজভবনে রাত্রিবাস করবেন। আগামীকাল কলকাতায় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় সদর বিজয় দুর্গে তিনদিনের সম্মেলনের সূচনা করবেন। ভারতের সশস্ত্র বাহিনীর বিভিন্ন শাখার মধ্যে সমন্বয় বৃদ্ধি, প্রযুক্তিগত আধুনিকীকরণ এবং প্রাতিষ্ঠানিক সংস্কারের বিষয় সর্বোচ্চ স্তরের মত বিনিময় হবে এই সম্মেলনে।
এদিকে, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে কলকাতা পুলিশ আজ থেকে দুদিন শহরজুড়ে যান চলাচলে বিধিনিষেধ জারি করেছে। পুলিশ কমিশনার মনোজ ভার্মা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, আজ দুপুর সাড়ে তিনটে থেকে রাত আটটা এবং আগামীকাল সকাল সাড়ে সাতটা থেকে বিকেল চারটে পর্যন্ত শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় পণ্যবাহী যান চলাচল বন্ধ থাকবে। এছাড়া আজ রাত দশটা পর্যন্ত রাজভবন সংলগ্ন রাস্তাগুলিতেও পণ্যবাহী যান চলাচলের উপর নিষেধাজ্ঞা থাকছে।