মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

April 23, 2025 7:24 PM

printer

সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ড হাসপাতালের কলেজ অফ নার্সিং কলকাতায় আজ বিএসসি নার্সিং ক্যাডেটের একাদশ ব্যাচের শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ড হাসপাতালের কলেজ অফ নার্সিং কলকাতায় আজ বিএসসি নার্সিং ক্যাডেটের একাদশ ব্যাচের শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নব-কমিশনপ্রাপ্ত নার্সিং অফিসারদের শপথ পাঠ করান পূর্বাঞ্চলীয় কমান্ডের ব্রিগেডিয়ার এমএনএস।
অনুষ্ঠানে তত্বাবধায়ক অফিসার হিসেবে উপস্থিত ছিলেন কমান্ড সদরের মেডিক্যাল বিভাগের মেজর, মেজর জেনারেল দত্ত কিরণ।
এই ব্যাচে প্রথম স্থান অর্জন করে রোলিং ট্রফি ও স্বর্ণপদক জয় করেন লেফটেন্যান্ট সিমরান শর্মা। দ্বিতীয় স্থান অধিকার করে রৌপ্যপদক পান লেফটেন্যান্ট রেনুকা কুমারী থাগুন্না। লেফটেন্যান্ট সন্ধ্যা উনিয়াল সেরা অলরাউন্ড নার্সিং ক্যাডেট নির্বাচিত হয়েছেন এবং সেরা ক্লিনিক্যাল নার্স-এর খেতাব পেয়েছেন লেফটেন্যান্ট কৃষ্ণেন্দু পূজারি।