সেনাবাহিনীর ‘কম্বাইন্ড কম্যান্ডার্স কনফারেন্স-এ যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজ্যে আসছেন। ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত কলকাতায় ভারতীয় সেনার পূর্বাঞ্চলীয় সদর কার্যালয় ফোর্ট উইলিয়ামে শুরু হচ্ছে এই সম্মেলন। অপারেশন সিঁদুরের পর ভারতীয় সেনা এবং কমান্ডারদের নিয়ে দেশের মধ্যে এটিই হতে চলেছে সবচেয়ে বড় বৈঠক। প্রধানমন্ত্রী ওই কনফারেন্সের উদ্বোধন করবেন । উপস্থিত থাকবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান, তিন বাহিনীর প্রধান সহ সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা। সেনাবাহিনীর ভবিষ্যৎ কৌশল ও সীমান্ত নিরাপত্তা নিয়ে এই বৈঠকে বিস্তারিত আলোচনা হবে বলে জানা গিয়েছে।
এদিকে, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে কলকাতা পুলিশ আজ থেকে দুদিন শহরজুড়ে যান চলাচলে বিধিনিষেধ জারি করেছে। পুলিশ কমিশনার মনোজ ভার্মা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, আজ দুপুর সাড়ে তিনটে থেকে রাত আটটা এবং আগামীকাল সকাল সাড়ে সাতটা থেকে বিকেল চারটে পর্যন্ত শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় পণ্যবাহী যান চলাচল বন্ধ থাকবে । এছাড়া আজ রাত দশটা পর্যন্ত রাজভবন সংলগ্ন রাস্তাগুলিতেও পণ্যবাহী যান চলাচলের উপর নিষেধাজ্ঞা থাকছে।