সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী জম্মু ও কাশ্মীরের শাকসগাম উপত্যকা নিয়ে ভারতের অবস্থান পুনরায় স্পষ্ট করেছেন। তিনি বলেছেন, চীন ও পাকিস্তানের মধ্যে ১৯৬৩ সালের যে চুক্তি হয়েছে, তা অবৈধ। চীনের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্রের মন্তব্য নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। জেনারেল দ্বিবেদী আরও বলেন, ভারত শাকসগাম উপত্যকায় যেকোনো ধরনের কার্যকলাপকে সমর্থন করে না। সেনাপ্রধান বলেন, চীনের সঙ্গে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (LAC) বরাবর পরিস্থিতি স্থিতিশীল থাকলেও, সেখানে সবসময় সতর্ক নজরদারি চালানো জরুরি।
জেনারেল দ্বিবেদী জানান, অপারেশন সিন্দূর তিন বাহিনীর সমন্বয়ের একটি উৎকৃষ্ট উদাহরণ, যেখানে প্রতিক্রিয়া জানানোর পূর্ণ স্বাধীনতা ছিল। তিনি বলেন, এই অপারেশন এখনো চলছে এবং শত্রুপক্ষের যেকোনো দুঃসাহসিকতা কঠোরভাবে মোকাবিলা করা হবে। পাহলগাম সন্ত্রাসবাদী হামলার পর উচ্চ পর্যায়ে কঠোর জবাব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলেও জানান তিনি।
সেনাপ্রধান বলেন, অপারেশন সিন্দূরের মাধ্যমে গভীরে আঘাত করে সন্ত্রাসের পরিকাঠামো ধ্বংস করা হয়েছে এবং দীর্ঘদিন ধরে চলে আসা পারমাণবিক হুমকির কৌশলকেও ভেঙে ফেলা হয়েছে। তিনি জানান, ভারতীয় সেনা ৯ টি লক্ষ্যের মধ্যে সাতটি সফলভাবে ধ্বংস করেছে এবং পাকিস্তানের কার্যকলাপের জবাবে একটি সংযত ও পরিকল্পিত প্রতিক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। জেনারেল দ্বিবেদী আরও বলেন, ১০ই মে থেকে পশ্চিম সীমান্ত ও জম্মু-কাশ্মীরের পরিস্থিতি সংবেদনশীল হলেও পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। তিনি জানান, গত বছর ৩১ জন জঙ্গিকে হত্যা করা হয়েছে, যার মধ্যে ৬৫ শতাংশই ছিল পাকিস্তান থেকে আগত। সেনাপ্রধান বলেন, গত বছর বিশ্বজুড়ে সশস্ত্র সংঘর্ষের সংখ্যা ও তীব্রতা বৃদ্ধি পেয়েছে এবং এই পরিবর্তন একটি বিষয় স্পষ্ট করে দিয়েছে—যে দেশ সবসময় প্রস্তুত থাকে, তারাই শেষ পর্যন্ত জয়ী হয়।