মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 28, 2025 7:43 PM

printer

সুসমন্বিত টহল এবং নজরদারি বৃদ্ধির মতো অতিরিক্ত সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণের মধ্যে দিয়ে ভারত ও বাংলাদেশ, আন্তঃসীমান্ত অপরাধ দমনে সহমত হয়েছে

সুসমন্বিত টহল এবং নজরদারি বৃদ্ধির মতো অতিরিক্ত সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণের মধ্যে দিয়ে ভারত ও বাংলাদেশ, আন্তঃসীমান্ত অপরাধ দমনে সহমত হয়েছে। ঢাকায় পিলখানা সদর দপ্তরে ভারতীয় সীমান্ত সুরক্ষা বাহিনী- BSF এবং বর্ডার গার্ড বাংলাদেশ-  BGB-র মধ্যে আয়োজিত চার দিনের DG স্তরের সম্মেলনে এ সংক্রান্ত একটি যৌথ বিবৃতি স্বাক্ষরিত হয়। ভারতীয় দলের প্রতিনিধিত্ব দেন BSF-এর মহানির্দেশক দলজিত সিং চৌধ্‌রী। অন্যদিকে বাংলাদেশকে নেতৃত্ব দেন BGB-র মহানির্দেশক মেজর জেনারেল মহম্মদ আশরফ-উজ্জামান সিদ্দিকি। সুসংহত সীমান্ত ব্যবস্থাপনা কর্মসূচীর গুরুত্বের ওপর আলোকপাত করে, মাদক, আগ্নেয়াস্ত্র, বিষ্ফোরক, সোনা এবং জাল নোট পাচারের ক্ষেত্রে সদাসতর্ক থাকা ও নজরদারি বাড়ানোর ওপর দুপক্ষই জোর দিয়েছে।