সুসংহত মুক্ত বাণিজ্যচুক্তি দ্রুত সম্পাদনের অঙ্গ হিসেবে বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযুষ গোয়েল গতকাল নতুন দিল্লিতে ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য ও অর্থ নিরাপত্তা কমিশনার মারোশ সেকোভিজের সঙ্গে বৈঠক করেছেন। কৃষি ও খাদ্য সংক্রান্ত ইউরোপীয় ইউনিয়ন কমিশনার ক্রিস্টোফ হানসেন এবং E U প্রতিনিধি দলের অন্যান্য আধিকারিকদের সঙ্গেও কথা বলেছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী গোয়েল বলেন, দু-পক্ষই মুক্ত বাণিজ্য চুক্তির স্বার্থে ভারসাম্যপূর্ণ এবং পারস্পরিক সুবিধা সুনিশ্চিত করতে দায়বদ্ধ।
পরে মন্ত্রী পর্যায়ের এক যৌথ বাণিজ্যিক আলোচনায় মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে শ্রী গোয়েল বলেন, ইউরোপ ভারতের এক বিশ্বস্ত অংশীদার। নিয়ম মেনে বৈধ পথে অন্তর্ভুক্তিমূলক দীর্ঘস্হায়ী উন্নয়নে দু-পক্ষ প্রতিশ্রুতিবদ্ধ। এই অংশীদারিত্বকে বাণিজ্য বিস্তারের দৃষ্টিভঙ্গীতে না দেখে বিশ্বব্যাপী বৃহত্তর ইতিবাচক প্রভাব হিসেবে গণ্য করা উচিত। ভারত ও ইউরোপীয় ইউনিয়ন প্রতিযোগিতা না করে একে অপরকে সঙ্গে নিয়ে চলায় বিশ্বাসী বলেও মন্ত্রী জানিয়েছেন।