মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

November 10, 2025 7:12 PM

printer

সুরাটে রঞ্জি ট্রফি ক্রিকেট  ম্যাচে রেলওয়েজের বিরুদ্ধে বাংলা প্রথম ইনিংসে এগিয়ে গেছে।

সুরাটে রঞ্জি ট্রফি ক্রিকেট  ম্যাচে রেলওয়েজের বিরুদ্ধে বাংলা প্রথম ইনিংসে এগিয়ে গেছে।  তৃতীয় দিনে আজ রেলের প্রথম ইনিংস ২২২ রানে শেষ হয়ে যায়। ভার্গভ মেরাই ৯১, এবং উপেন্দ্র যাদব ৭০ রান করেন। বাংলার হয়ে সুরজ সিন্ধু জয়সওয়াল চারটি , মহম্মদ কাইফ, রাহুল প্রসাদ দুটি করে উইকেট নিয়েছেন।

এরপর বাংলা রেলকে ফলো অন করালে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে রেলওয়েজ ৫ উইকেটে ৯০ রান করে। বিবেক সিং ২৯ রান করেন। ভার্গভ মেরাই ২০ রানে ও উপেন্দ্র যাদব ১২ রানে অপরাজিত আছেন। বাংলার হয়ে শাহবাজ আহমেদ, রাহুল প্রসাদ দুটি করে উইকেট নিয়েছেন।

তৃতীয় দিনের শেষে বাংলা ১৬২ রানে এগিয়ে রয়েছে।

উল্লেখ্য, বাংলা প্রথম ইনিংসে করে ৪৭৪ রান।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।