সুপ্রীম কোর্ট, ৬ মাসের মধ্যে আইটিবিপি, বি এস এফ, সিআরপিএফ, সিআইএসএফ এবং এসএসবি সহ কেন্দ্রীয় সশস্ত্র পুলিস বাহিনীতে ক্যাডার পর্যালোচনার নির্দেশ দিয়েছে। আদপে এই পর্যালোচনা ২০২১ সালে হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে যায়। দুই বিচারপতি এস ওকা এবং উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চ, স্বরাষ্ট্রমন্ত্রক থেকে ক্যাডার পর্যালোচনা এবং বিদ্যমান চাকরী নীতি ও নিয়োগ নীতি সংক্রান্ত অ্যাকশন টেকেন রিপোর্ট পাওয়ার পর, তিন মাসের মধ্যে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য কর্মীবর্গ ও প্রশিক্ষন দপ্তরকে নির্দেশ দিয়েছে।
আই পি এস ডেপুটেশন বাতিল করার জন্য নিয়োগ নীতির সংশোধন, ক্যাডার পর্যালোচনা ও পুনর্গঠন সহ একাধিক দাবীতে জমা পড়া বেশ কিছু আবেদনের প্রেক্ষিতে সুপ্রীম কোর্টের এই নির্দেশ। সর্বোচ্চ আদালত বলেছে, দেশের সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা করার পাশাপাশি অত্যন্তরীন সুরক্ষায় সিএপিএফের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।