সুপ্রীম কোর্ট, মধ্যপ্রদেশের ধার জেলায় বিতর্কিত ভোজশালা কামাল মৌলা মসজিদে আগামীকাল বসন্ত পঞ্চমীর দিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত প্রার্থনা করার বিষয়ে হিন্দু সম্প্রদায়কে অনুমতি দিয়েছে। একই সঙ্গে মুসলিমরাও দুপুর ১টা থেকে ৩টে পর্যন্ত নামাজও আদা করতে পারবেন। নমাজে অংশ নেওয়া মুসলিম ব্যক্তিদের নামের তালিকা, জেলা প্রশাসনের কাছে জমা দেওয়ারও নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। ভোজশালা চত্বরে শুক্রবার সরস্বতী পুজোও করা যাবে বলে জানানো হয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি বিপুল এম পাঞ্চোলির বেঞ্চ দুপক্ষকেই পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখার পাশাপাশি আইনশৃঙ্খলা বজায় রাখতে রাজ্য ও জেলা প্রশাসনের সঙ্গে সহযোগিতা করার আবেদন জানিয়েছে।
উল্লেখ্য, ভারতীয় ভূ্তাত্ত্বিক সর্বেক্ষন সংস্থা এ এস আই, একাদশ শতাব্দীর এই স্থাপত্যকে বাগদেবীর মন্দির হিসেবে চিহ্নিত করে। যদিও মুসলিমরা একে কামাল মৌলা মসজিদ বলে ঘোষনা করে। ২হাজার তিন সালের ৭ই এপ্রিল এ এস আই-এর ব্যবস্থাপনায় হিন্দুরা প্রতি মঙ্গলবার ভোজশালায় পুজো দেন এবং প্রতি শুক্রবার মুসলিমরা নমাজ পাঠ করেন।