সুপ্রীম কোর্টে আজ SSC মামলার রায় ঘোষণা করা হবে। শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ এই মামলার শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছিল।
উল্লেখ্য, ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় বিপুল দূর্নীতির অভিযোগে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহ: শব্বার রাশিদি গত বছর মে মাসে প্রায় ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিল করতে নির্দেশ দিয়েছিলেন স্কুল সার্ভিস কমিশনকে। দুই বিচারপতির বেঞ্চের পর্যবেক্ষণ ছিল, এই নিয়োগে এত দুর্নীতি হয়েছে যেখানে চাল থেকে কাঁকর বেছে আলাদা করা আদালতের পক্ষে সম্ভব নয়। স্কুল সার্ভিস কমিশন পুনরায় শূন্যপদে পরীক্ষা নিয়ে নিয়োগ করবে। কিন্তু সেই নির্দেশের বিরুদ্ধে শীর্ষ আদালতে আবেদন জানায় চাকরি খোয়াতে বসা কর্মরতরা। দীর্ঘ শুনানির পর রায় ঘোষণা স্থগিত ছিল।