সুপ্রীম কোর্টের রায়ে চাকরীহারা শিক্ষকদের একাংশের বিকাশভবন অভিযানকে কেন্দ্র করে আজ তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। আজ সকালে বিক্ষোভকারীদের বিকাশভবনে ঢুকতে পুলিশ বাধা দিলে দুই পক্ষের মধ্যে প্রথমে বচসা শুরু হয়ে, পরে তা ধ্বস্তাধ্বস্তির রূপ নেয়। পুলিশ মেন গেট আটকে দিলে তা ভেঙ্গে ভেতরে প্রবেশ করেন চাকরিহারারা। তৃনমূল নেতা তথা সল্টলেক পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত সেখানে পৌঁছলে তাঁকে ব্যপক বিক্ষোভের মুখে পড়তে হয়। পরে নিরাপত্তারক্ষীরা সব্যসাচীকে সেখান থেকে সরিয়ে নিয়ে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশাল পুলিশ বাহিনী ও RAF মোতায়েন করা হয়েছে। নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে আরো বড় আন্দোলনের নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের আহ্বায়ক মেহবুব মন্ডল।
এদিকে, বিজেপি এই ঘটনার নিন্দা করেছে। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এক্স হ্যান্ডেলে অভিযোগ করেন, চাকরি হারাদের শান্তিপূর্ণ বিক্ষোভে অংশগ্রহণকারীদের ওপর তৃণমূল কংগ্রেস নেতা সব্যসাচী দত্তের আশ্রিত দুষ্কৃতীরা নৃশংসভাবে আক্রমণ চালিয়েছে। ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকরাও রেহাই পায়নি। এ বিষয়ে পুলিসের ভূমিকা অত্যন্ত লজ্জাজনক বলেও উল্লেখ করেন তিনি। শ্রী মজুমদার বলেন, রাজ্যে মুখ্যমন্ত্রীর শাসনকালে গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা এবং আইনের শাসন ক্রমাগত পদদলিত হচ্ছে।
অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অবিলম্বে সব ভিডিও ফুটেজ দেখে দুষ্কৃতিদের গ্রেফতার ও শাস্তির জন্য তিনি কলকাতা পুলিশের কাছে আর্জি জানিয়েছেন। পাশাপাশি কলকাতা প্রেসক্লাবের নীরবতা নিয়েও সরব হন তিনি।