সুপ্রীম কোর্টের নির্দেশে ২০১৬ সালে এসএসসির গ্রুপ সি ও গ্রুপ ডি বিভাগের যে সব কর্মী চাকরি হারিয়েছেন, রাজ্য সরকার তাদের ভাতা দেওয়ার জন্যে শ্রম দপ্তর এক বিজ্ঞপ্তি জারি করেছে। এর আওতায় গ্রুপ সি কর্মীদের মাসে ২৫ হাজার ও গ্রুপ ডি কর্মীদের ২০ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে।
ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টারিম স্কীম ২০২৫ নামে এই প্রকল্পটি কার্যকর হবে গত এপ্রিল মাস থেকে। রাজ্য মন্ত্রীসভা গত ১৪ ই মে এই প্রকল্প অনুমোদন করে।