মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

July 23, 2024 6:43 PM

printer

সুপ্রিম কোর্ট, NEET UG-২০২৪ বাতিল করার আবেদন খারিজ করে দিয়েছে

সুপ্রিম কোর্ট, নিট UG-২০২৪ বাতিল করার আবেদন খারিজ করে দিয়ে বলেছে, পদ্ধতিগতভাবে প্রশ্নপত্র ফাঁস হয়েছে এবং গোটা পরীক্ষার পবিত্রতা নষ্ট হয়েছে, এমন প্রমাণ নেই। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের  নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ বলেছেন, পুনরায় এই পরীক্ষা গ্রহণের নির্দেশ, ২৩ লক্ষের বেশী পরীক্ষার্থীর ভবিষ্যতের ওপর গুরুতর প্রভাব ফেলবে।   

৫’ই মে-র নিট-UG পরীক্ষার প্রশ্ন ফাঁসের প্রেক্ষিতে নতুন করে পরীক্ষা নেওয়ার একগুচ্ছ আবেদনের শুনানি শেষে রায় দিতে গিয়ে আজ প্রধান বিচারপতি চন্দ্রচূড় বলেন, NTA-র দেওয়া তথ্য পরিসংখ্যান এবং IIT মাদ্রাজের রিপোর্ট খুঁটিয়ে দেখেছে আদালত। রিপোর্টে বলা হয়েছে, ব্যাপক মাত্রায় প্রশ্নপত্র ফাঁস হয়নি। তবে, হাজারিবাগ ও পাটনায় যে প্রশ্নফাঁস হয়েছে, তা’ নিয়ে কোনো বিতর্ক নেই। এইসব  কেন্দ্রের ১৫৫ জন পড়ুয়া সরাসরি তার সুবিধা নিয়েছে।

 তবে, একটি MCQ প্রশ্নের দুটি উত্তরকে NTA-র সঠিক হিসেবে ধরার সিদ্ধান্ত অনুমোদন করেনি শীর্ষ আদালত। IIT দিল্লির বিশেষজ্ঞ দলের রিপোর্ট গ্রহণ করে প্রধান বিচারপতির বেঞ্চ বলেছেন, ‘চার’ নম্বর উত্তরকে সঠিক বলে ধরতে হবে। সেইমত হিসেব করতে হবে পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর।     

 

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।