মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

July 8, 2024 9:17 PM

printer

সুপ্রিম কোর্ট, মহিলা কর্মীদের রজঃস্বলা হওয়ার দিনগুলিতে ছুটি দেওয়ার ব্যাপারে রাজ্য ও সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলাপ আলোচনা করে কেন্দ্রকে একটি মডেল নীতি প্রণয়ন করতে বলেছে।

সুপ্রিম কোর্ট, মহিলা কর্মীদের রজঃস্বলা হওয়ার দিনগুলিতে ছুটি দেওয়ার ব্যাপারে রাজ্য ও সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলাপ আলোচনা করে কেন্দ্রকে একটি মডেল নীতি প্রণয়ন করতে বলেছে। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং ২ বিচারপতি জে বি পারদিওয়ালা ও মনোজ মিশ্রর ডিভিশন বেঞ্চ আজ এই ছুটির জন্য দায়ের করা জনস্বার্থ সংক্রান্ত আবেদন খারিজ করে দেন। তাঁরা নারী ও শিশু কল্যাণ মন্ত্রককে সংশ্লিষ্ট পক্ষগুলির সঙ্গে বৈঠক করে, এ ব্যাপারে নীতি প্রণয়ন করা যায় কিনা তাও বিবেচনা করে দেখতে বলেছেন। বেঞ্চ আরও বলেছে, এই বিষয়টি পুরোপুরিই নীতি নির্ভর, আদালতের এক্ষেত্রে কিছু করণীয় নেই। তাই যা সিদ্ধান্ত নীতিগত ভাবেই নিতে হবে। তবে সেই সঙ্গে এটাও দেখতে হবে যাতে মহিলাদের এধরণের ছুটি মঞ্জুর করা হলে, তার ফল যেন উল্টো বা পরিণাম ক্ষতিকারক না হয়, যাতে নিয়োগ কর্তারা মহিলাদের চাকরিতে নিয়োগ করার ক্ষেত্রে পিছিয়ে না আসেন।

  শীর্ষ আদালত আরও বলেছে, তাঁদের এই নির্দেশিকা রাজ্য সরকারগুলির সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কোনরকম অন্তরায় হয়ে দাঁড়াবেনা,তারা মহিলা কর্মীদের রজঃস্বলা হওয়ার দিনগুলিতে ছুটি দেওয়ার ব্যাপারে নিজের মতো সিদ্ধান্তও নিতে পারবে।