মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

July 29, 2024 4:30 PM

printer

সুপ্রিম কোর্ট, বিহারে চাকরী ও শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন ক্ষেত্রে ভর্তির জন্য ৬৫ শতাংশ জাতি ভিত্তিক সংরক্ষণ বাতিল করে পাটনা হাইকোর্টের দেওয়া নির্দেশের ওপর স্থগিতাদেশ দিতে অস্বীকার করেছে।

সুপ্রিম কোর্ট, বিহারে চাকরী ও শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন ক্ষেত্রে ভর্তির জন্য ৬৫ শতাংশ জাতি ভিত্তিক সংরক্ষণ বাতিল করে পাটনা হাইকোর্টের দেওয়া নির্দেশের ওপর স্থগিতাদেশ দিতে অস্বীকার করেছে। বিহার সরকারের দায়ের করা এ’সংক্রান্ত আবেদনের ভিত্তিতে শীর্ষ আদালত নোটিশ জারি করেছে। সেপ্টেম্বরে এই নিয়ে শুনানি গ্রহণ করতে তারা সম্মত হয়েছে।

 উল্লেখ্য, বিহার সরকার, রাজ্যের সরকারী চাকরী ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে তপশীলি জাতি, উপজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণীর জন্য সংরক্ষণে ৫০ থেকে বাড়িয়ে ৬৫ শতাংশ করার জন্য বিজ্ঞপ্তি জারি করে। গতমাসে পাটনা হাইকোর্ট, সরকারের সেই নির্দেশিকা বাতিল করে রায় দেয়।