সুপ্রিম কোর্ট বলেছে, বিহারের ভোটার তালিকা সংশোধনের নির্বাচন কমিশনের সিদ্ধান্ত সংবিধানসম্মত হলেও এর সময় নিয়ে প্রশ্ন থাকতে পারে। আজ সুপ্রিম কোর্টের বিচারপতি সুধাংশু ধুলিয়া এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের হওয়া একগুচ্ছ আবেদনের শুনানি হয়। শুনানির সময় সর্বোচ্চ আদালতের পক্ষ থেকে জানতে চাওয়া হয়, কেন কেবলমাত্র বিহারের বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন হোক বা না হোক, সারাদেশের কেন একই রকম ভাবে নিবিড় ভোটার তালিকার সংশোধনের কাজ হবে না, বিচারপতিরা এবিষয়েও প্রশ্ন তোলেন।
Site Admin | July 10, 2025 5:06 PM
সুপ্রিম কোর্ট বলেছে, বিহারের ভোটার তালিকা সংশোধনের নির্বাচন কমিশনের সিদ্ধান্ত সংবিধানসম্মত হলেও এর সময় নিয়ে প্রশ্ন থাকতে পারে।
