সুপ্রিম কোর্ট, দীপাবলির সময় দিল্লি ও জাতীয় রাজধানী এলাকায়, পরিবেশ বান্ধব সবুজ বাজি ব্যাবহারের ওপর জারি সম্পূর্ণ নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করার বিষয়ে তার রায়দান স্থগিত রেখেছে। প্রধান বিচারপতি বি আর গাভাই ও বিচারপতি কে চন্দ্রন এর বেঞ্চ, জাতীয় রাজধানী অঞ্চলে বাতাসের গুণগত মান নিয়ে উদ্বেগ প্রকাশ করে দীর্ঘ দিন ধরে বকেয়া এম সি মেহেতা মামলার আজ শুনানি গ্রহণ করে। এর আগে, গত তেসরা এপ্রিল, দুই বিচারপতির বেঞ্চ জাতীয় রাজধানী অঞ্চলে পরিবেশ বান্ধব সবুজ বাজি সহ সব আতশবাজির ওপরে ১ বছরের নিষেধাজ্ঞা আরোপ করে।কেন্দ্র ও এন সি আর এর পক্ষে সলিসিটর জেনারাল তুষার মেহেতা,আজকের শুনানির সময় শীর্ষ আদালতকে বাজির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের আর্জি জানান।
Site Admin | October 10, 2025 9:58 PM
সুপ্রিম কোর্ট, দীপাবলির সময় পরিবেশ বান্ধব সবুজ বাজি ব্যাবহারের ওপর জারি সম্পূর্ণ নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করার বিষয়ে তার রায়দান স্থগিত রেখেছে
 
		