সুপ্রিম কোর্ট, দিল্লি ও জাতীয় রাজধানী অঞ্চলে দূষণ সৃষ্টিকারী সমস্ত উৎস,দু-সপ্তাহের মধ্যে খুঁজে বের করার জন্য ‘বাতাসের গুণমান পরিচালন কমিশন’ CAQM-কে নির্দেশ দিয়েছে। সেই রিপোর্টের ভিত্তিতে পর্যায়ক্রমে দীর্ঘস্থায়ী ব্যবস্থা গ্রহণ করতেও বলেছে শীর্ষ আদালত।
প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচী এই নির্দেশ দিয়ে বলেন, স্পষ্ট, সুসংহত কোনো পরিকল্পনা না থাকায়, দূষণ নিয়ন্ত্রণ কার্যকর হয়নি। CAQM, এই দূষণের উৎস খুঁজে বের করতে পারলে সমস্যার দীর্ঘমেয়াদী সমাধান সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। এমাসের ২১ তারিখের মধ্যে CAQM–কে ওই কর্ম পরিকল্পনা প্রণয়ণের’ও নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। তবে, গত শুনানিতে বিভিন্ন ইস্যুতে CAQM-এর স্টেটাস রিপোর্ট না মেলায় দুই বিচারপতি অসন্তোষ ব্যক্ত করেন।