December 18, 2025 9:45 PM

printer

সুপ্রিম কোর্ট, এসএসসি-তে নবম দশম ও একাদশ দ্বাদশ নিয়োগ প্রক্রিয়ার সময়সীমা আরও ৮ মাস বাড়িয়ে ৩১ শে আগস্ট পর্যন্ত করেছে

সুপ্রিম কোর্ট, এসএসসি-তে নবম দশম ও একাদশ দ্বাদশ নিয়োগ প্রক্রিয়ার সময়সীমা আরও ৮ মাস বাড়িয়ে ৩১ শে আগস্ট পর্যন্ত করেছে। আগামী ৩১ শে ডিসেম্বর এই সময়সীমা শেষ হওয়ার কথা ছিল। রাজ্যের পক্ষ থেকে তা বাড়ানোর জন্য আবেদন জানানো হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব নয় বলেও রাজ্যের তরফে জানানো হয়। পারিপার্শ্বিক বিভিন্ন দিক বিবেচনা করে দুই বিচারপতি সঞ্জয় কুমার ও অলোক আরাধের বেঞ্চ আজ সময়সীমা বৃদ্ধির এই নির্দেশ দিয়েছেন। এর ফলে ৩১ শে আগস্ট পর্যন্ত সবেতন চাকরী করতে পারবেন যোগ্য চাকরীহারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা।

এদিকে, গ্রুপ সি ও গ্রুপ ডি-র যোগ্যদের তালিকা প্রকাশ করার কলকাতা হাইকোর্টের নির্দেশ আপাতত কার্যকর করা যাবেনা বলে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ বলবত্-এর বিষয়টি  আপাতত স্থগিত থাকছে।

উল্লেখ্য, বিচারপতি অমৃতা সিনহা নতুন নিয়োগে বয়সজনিত ছাড় এবং অংশগ্রহণ সুনিশ্চিত করতে এসএসসিকে যোগ্যদের তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিলেন। তবে প্রতিদিন নতুন নতুন আর্জি নিয়ে দায়ের হওয়া মামলায় এসএসসি এবং অন্য পক্ষের বক্তব্য না শুনেই বিচারপতি নির্দেশ দিচ্ছেন বলে রাজ্যের তরফে অভিযোগ করা হয়। এর প্রেক্ষিতেই শীর্ষ আদালত জানিয়েছে, সব পক্ষের হলফনামার ভিত্তিতে নতুন করে এই মামলার শুনানি করতে হবে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।