সুপ্রিম কোর্ট , এরাজ্যে ১০০ দিনের কাজ শুরু করার ব্যাপারে কেন্দ্রকে দেওয়া কলকাতা হাইকোর্টের নির্দেশ বহাল রেখেছে। দুই বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ আজ জানিয়েছেন, হাইকোর্টের নির্দেশ মতই ১০০ দিনের কাজের টাকা বরাদ্দ করতে হবে কেন্দ্রকে। এর ফলে MGNREGA প্রকল্প নিয়ে দীর্ধ দিনের জটিলতার অবসান হল বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, রাজ্যের বেশ কয়েকটি জেলায় এই প্রকল্পে দুর্নীতির অভিযোগে ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে দেয় কেন্দ্র।
কেন্দ্র – রাজ্য এই টানাপোড়েনে রাজ্যের সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছেন দাবি করে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করে ওয়েস্ট বেঙ্গল ক্ষেতমজুর ইউনিয়ন। পাশাপাশি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও এই মামলায় যুক্ত হয়েছিলেন।
কলকাতা হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ , কেন্দ্রকে ১০০ দিনের কাজ শুরু করার নির্দেশ দেন। প্রয়োজনে রাজ্য সরকারের ওপর বিশেষ শর্ত আরোপ করা যাবে বলেও জানায় বেঞ্চ। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েই শীর্ষ আদালতের দ্বারস্থ হয় কেন্দ্র।