সুপ্রিম কোর্ট আজ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করেছে। সিবিআইয়ের একটি মামলার রায়ে সুপ্রিম কোর্টের বিচারপতি এমএম সুন্দরেশ এবং বিচারপতি এনকে সিংয়ের বেঞ্চ এই নির্দেশ দিয়েছেন। প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি সুবীরেশ ভট্টাচার্য এবং শিক্ষা বিভাগের আধিকারিক শান্তিপ্রসাদ সিনহাও আজ একই মামলায় জামিন পেয়েছেন । তবে জামিন মঞ্জুর হলেও অন্য একাধিক মামলা বকেয়া থাকায় পার্থ চট্টোপাধ্যায় এখনি জেল থেকে মুক্তি পাচ্ছেন না বলে জানা গেছে। তবে আর কোনো মামলা বকেয়া না থাকায়, এসএসসি মামলায় অন্য দুই অভিযুক্ত সুবীরেশ ভট্টাচার্য ও শান্তি প্রসাদ সিনহা জেল থেকে মুক্তি পাচ্ছেন।