মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

November 6, 2024 8:23 PM

printer

সুপ্রিম কোর্টে RG Kar–এর স্বতঃপ্রণোদিত মামলার শুনানি আজ’ও পিছিয়ে গেছে। আগামীকাল হতে পারে শুনানি।

সুপ্রিম কোর্টে RG Kar –এর স্বতঃপ্রণোদিত মামলার শুনানি আজ’ও পিছিয়ে গেছে। আগামীকাল তিনি মামলাটি শুনবেন বলে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জানিয়েছেন। তবে কখন শুনানি হবে, তা’ এখনো পর্যন্ত জানা যায়নি।
এই নিয়ে গত দু’দিনে তিনবার পিছলো শুনানি।
সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানিতে ‘স্টেটাস রিপোর্ট’ জমা দেওয়ার কথা CBI-এর। অন্যদিকে সিভিক ভলান্টিয়ার নিয়োগ নিয়ে শীর্ষ আদালতের একাধিক প্রশ্নে ‘হলফনামা’ দাখিলের কথা রাজ্য সরকারের।
পর পর দুদিন শুনানি পিছিয়ে যাওয়ায় স্বভাবতই হতাশ নির্যাতিতার পরিবার, চিকিৎসকমহল এবং সাধারণ মানুষ। মেয়ের বিচারের জন্য নিজেরাই পথে নামবেন বলে জানিয়েছেন তিলোত্তমার মা-বাবা।
গতকালের পর আজ সকালে সর্বপ্রথম শুনানি হওয়ার কথা ছিল। আজ সকালে বেঞ্চ বসলেও RG Kar মামলা শুনানির জন্য ওঠেনি। পরে তা’ পিছিয়ে বিকেল তিনটে নাগাদ করে দেওয়া হয়। কিন্তু বিকেলেও তা’ হয়নি।
উল্লেখ্য, ১০ তারিখ প্রধান বিচারপতির পদ থেকে ডি ওয়াই চন্দ্রচূড়ের অবসর।
৯’ ও ১০ তারিখ শনি ও রবিবার হওয়ায় শুক্রবারই তাঁর নেতৃত্বে শেষ বেঞ্চ বসবে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।